বিভিন্ন দাবিতে সেল‌ফোন রি‌পেয়ার টেক‌নি‌শিয়ান অ্যাসো‌সি‌য়েশ‌নের মানববন্ধন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, সমকাল  

কয়েকটি দাবিতে বাংলাদেশ সেল‌ফোন রি‌পেয়ার টেক‌নি‌শিয়ান অ্যাসো‌সি‌য়েশ‌ন মানববন্ধন করেছে। শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধ‌নে সভাপ‌তিত্ব ক‌রেন সংগঠন‌টির আহ্বায়ক মো. মাসুদুর রহমান খান। এ‌তে অংশগ্রহণ ক‌রেন সারা‌দে‌শে মোবাইল মেরামত পেশায় নি‌য়ো‌জিত টেক‌নি‌শিয়ান‌দের প্রতি‌নি‌ধিরা। 

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, কা‌রিগ‌রি শিক্ষা সনদ প্রা‌প্তি, মোবাইল মেরাম‌তে ব‌্যবহৃত সকল বক্স, ডোঙ্গল ও টুলসের অনুম‌তি। 

মানববন্ধনে সংগঠ‌নের মহাস‌চিব মো. হাজবুল আলম জু‌লি‌য়েট ব‌লেন, বর্তমা‌নে দে‌শের ৫ লাখ টেক‌নি‌শিয়ান আই‌নি জ‌টিলতার কারণে ঠিকভা‌বে কাজ কর‌তে পার‌ছে না। সার্ভার বেজড আইএমইআই রে‌জিস্ট্রার ডাটা‌বেজ, স‌ঠিক নী‌তিমালা প্রণয়ন ও প্রধানম‌ন্ত্রী‌কে দেওয়া স্বারক‌লি‌পির ৫ দফা দা‌বি বাস্তবায়ন হ‌লেই কেবল এ পেশার দ্বারা সংঘ‌টিত অপরাধ বন্ধ হওয়া সম্ভব। 

তি‌নি আরও ব‌লেন, মোবাইল মেরাম‌তের ৮০ শতাংশ কাজ কর‌তে সফটওয়‌্যার বক্স ও টুল‌সের প্রয়োজন হয়। কিছু অসাধু ব‌্যক্তিরা এসব টুলস ব‌্যবহার ক‌রে মোবাইল ফো‌নের আইএমইআই প‌রিবর্তন ক‌রে অপরাধ করায় সাধারণ টেক‌নি‌শিয়ানরা এখন এর ভুক্ত‌ভো‌গী। ফ‌লে স‌ঠিকভা‌বে কেউ কাজ কর‌তে পার‌ছে না। এ‌তে যেমন হুম‌কির মু‌খে প‌রে‌ছে মোবাইল মেরামত পেশা তেম‌নি জনগণ‌কেও পোহা‌তে হ‌চ্ছে ভোগা‌ন্তি। অ‌তিদ্রুত যথাযথ ব‌্যবস্থা না নি‌লে দে‌শের প্রায় ৫ থে‌কে ১০ লাখ লোক বেকার হ‌য়ে যা‌বে। বিজ্ঞপ্তি।

মূল খবর: বিভিন্ন দাবিতে সেল‌ফোন রি‌পেয়ার টেক‌নি‌শিয়ান অ্যাসো‌সি‌য়েশ‌নের মানববন্ধন

Related Articles

Stay Connected

22,355FansLike
2,506FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles